ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
🕐 ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়াও পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারেন বলেও সতর্ক করেন তিনি।

 

জেলেনস্কি বলেন, ‘যুদ্ধবাজ’ ভ্লাদিমির পুতিনকে বারবার নির্বাচিত করে দ্বিতীয় হিটলার তৈরি করেছে রাশিয়া। বিশ্ববাসীর কাছে সব সম্মান খুইয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রুশরা যদি পোল্যান্ড পৌঁছায় এরপর কী হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ?

প্রায় ২৫ বছরে ধরে রাশিয়া শাসন করছেন পুতিন। এরমধ্যে চার বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন।

ইউক্রেনের গণমাধ্যমে প্রায়ই অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে পুতিনকে ‘পুতলার’ বলে সম্বোধন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা ছিলেন হিটলার।

 

 
Electronic Paper