ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্ববাজারে চিনির ব্যাপক দরপতন

অনলাইন ডেস্ক
🕐 ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

বিশ্ববাজারে চিনির ব্যাপক দরপতন

আন্তর্জাতিক বাজারে চিনির দাম আরও কমেছে। সোমবার (৩১ জুলাই) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আরেক দফা হ্রাস পেয়েছে খাদ্যপণ্যটির দাম।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন আইসিই’তে আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৩ দশমিক ৮৭ সেন্টে।

গত সপ্তাহেও বিশ্ববাজারে চিনির ব্যাপক দরপতন ঘটে। সেসময় ভোগ্যপণ্যটি দর হারায় ৪ দশমিক ৪ শতাংশ।

একই কর্মদিবসে আসছে অক্টোবরের সাদা চিনির দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৬৭৯ ডলার ৩০ সেন্টে।

বিশ্ববিখ্যাত ডাচ আর্থিক প্রতিষ্ঠান রাবোব্যাংক জানিয়েছে, আবহাওয়ার সামান্য উন্নতি হলেও চিনির দর আরও কমবে। কারণ, উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া বিশ্বজুড়ে চাহিদা কমেছে।

এর আগে বিশ্বখ্যাত আরেক আর্থিক প্রতিষ্ঠান ব্রোকার স্টোনেক্স জানায়, ২০২৩-২৪ অর্থবছরে বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে চিনি উৎপাদন হয়েছে ৩৮ দশমিক ৩ মিলিয়ন টন। আগের বছরের চেয়ে যা ১৩ দশমিক ৯ শতাংশ বেশি।

মূলত, দেশটির মধ্য-দক্ষিণ অঞ্চলে চিনি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ববাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা থেকে জোগান বৃদ্ধি পেতে পারে। যে কারণে ভোগ্যপণ্যটির দরপতন ঘটেছে।

 
Electronic Paper