ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
অনলাইন ডেস্ক
🕐 ৩:৪১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। গ্রেপ্তারি পরোয়ানা আগামীকাল (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
এর আগে এক আবেদনে ইমরান খান বলেন, আগামীকাল আমি নিজেই ইসলামাবাদ দায়রা জজ আদালতে উপস্থিত হব। তবে এর জন্য গ্রেপ্তারের নির্দেশ প্রত্যাহার করতে হবে।
এ বিষয়ে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, ইসলামাবাদের হাইকোর্ট জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাটি স্থগিত করেছে। এখন আগামীকাল আদালতে আসবেন ইমরান খান।
উল্লেখ্য, ইসলামাবাদ পুলিশ ইমরানকে গ্রেপ্তারের জন্য দুবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। সর্বশেষ তাকে গ্রেপ্তার করতে গেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে পুলিশ তখন তাকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
