ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যুক্তরাজ্য আমেরিকার ‘ঘনিষ্ঠ মিত্র’

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

 যুক্তরাজ্য আমেরিকার ‘ঘনিষ্ঠ মিত্র’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে টেলিফোন করে বলেছেন, ‘যুক্তরাজ্য আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশ।’ সুনাক হলেন বিগত দুই মাসের মধ্যে দেশটির তৃতীয় নেতা। ১০ নম্বর ডাউনিং স্ট্রীট এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সুনাকের দপ্তর জানায়, ‘টেলিফোনে দুই নেতা যুক্তরাজ্য ও আমেরিকার মধ্যে সহযোগিতা সম্প্রসারণ এবং ইন্দো-প্যাসিফিকের মতো বিভিন্ন অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা উত্তর অ্যায়ারল্যান্ডের অনেক বিতর্কিত ইস্যু নিয়েও আলোচনা করেন।

আগামী মাসে ইন্দোনেশিয়ায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে ট্রান্স-আটলান্টিক মিত্ররা সরাসরি সাক্ষাত করবেন।

 
Electronic Paper