ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবির নতুন ক্যাম্পাসে অনিয়ম তদন্তে কমিটি গঠন

আল শাহরিয়া, জবি
🕐 ২:৩১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

জবির নতুন ক্যাম্পাসে অনিয়ম তদন্তে কমিটি গঠন

গণমাধ্যমে জবির নতুন ক্যাম্পাসের অনিয়ম অভিযোগের সংবাদ প্রকাশের পর সংবাদে উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সংবাদ প্রকাশের পর গত ২৩ মে এই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরকে আহবায়ক ও উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) মো. আমিরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ-উল-আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জাহান সুমি, ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী (সিভিল) মোশারফ হোসেন।

উল্লেখ্য, প্রকাশিত নিউজে জবির দ্বিতীয় ক্যাম্পাসের অভিযোগের মধ্যে অন্যতম একটি অভিযোগ ছিলো প্রকৌশল ভবনের পাইল সম্পূর্ণ পাইল না ঢুকিয়ে অবশিষ্ট পাইল ভেঙে সেগুলো দিয়ে পুকুরের ঘাট ঢালাই।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper