ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১১ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২৮ দিনের ছুটির পাচ্ছেন শাবি শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
🕐 ১০:০৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪

২৮ দিনের ছুটির পাচ্ছেন শাবি শিক্ষার্থীরা

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৮ দিনের ছুটি পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. ফজলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিকা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে ২১, ২২জুন শুক্রবার-শনিবার হওয়াতে অতিরিক্ত ২দিন সহ মোট ২৮ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ২৬ মে থেকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে আগামী ১০ জুন পর্যন্ত অফিস খোলা থাকবে। ১১ থেকে ২০ জুন মোট ১০ দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। সিদ্ধান্তের কোনো পরিবর্তন হলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া, লম্বা ছুটিতে ক্লাস পরীক্ষা ও অফিস বন্ধ থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানান তিনি।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper