ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আফগানিস্তান থেকে ফিরতে পারেননি ব্র্যাকের ৬ কর্মী

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

আফগানিস্তান থেকে ফিরতে পারেননি ব্র্যাকের ৬ কর্মী

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর আন্তর্জাতিক বিমান চলাচল বিঘিœত হওয়ায় দেশে ফিরতে পারেননি বেসরকারি সংস্থা ব্র্যাকের ছয় কর্মী। গতকাল বুধবার ব্র্যাকের গণমাধ্যম শাখা জানিয়েছে, তাদের কর্মীরা নিরাপদ আছেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ব্র্যাক জানায়, কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় পূর্বনির্ধারিত ফ্লাইটের সময়সূচিতে ব্যাঘাত ঘটে। তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট ব্র্যাক জানিয়েছিল, ২২ আগস্টের মধ্যেই তাদের ফিরিয়ে আনা হবে। ওই সময় ব্র্যাকের মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশনসের প্রধান রাফে সাদনান আদেল জানান, প্রবাসী কর্মীদের মধ্যে তিন বাংলাদেশিসহ পাঁচজন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, যাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। বাকি ৯ বাংলাদেশির মধ্যে তিনজন দেশটি থেকে গত শুক্রবার বিমানযোগে রওনা দিয়েছেন এবং বাকি ছয়জনের ২২ তারিখের মধ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, মানবিক সহায়তা, খাদ্যনিরাপত্তা সংক্রান্তসেবা এবং সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

 
Electronic Paper