ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন ভবভদ্রী শাখা সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল- এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় একটি খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বদর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক আহমেদ, বিশেষ অতিথি দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মো. আনোয়ারুল হক মানিক, নিউজ ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফাতেমা কাউছার, ভবভদ্রী শাখার পরিচালক মো. শাহজাহান আলী, উত্তর বাজার শাখার পরিচালক সামছুদ্দোহা ভাবলু প্রমুখ। 


প্রধান অতিথি ফারুক আহমেদ বলেন, আজকের কোমলমতি ছাত্রছাত্রীদের মেধা যাচাই দেখে সত্যিই আমি বিস্মিত ও গর্বিত। একে অন্যের সাথে ক্রীড়া প্রতিযোগীতার লড়াইয়ের মধ্যে দিয়ে পুরস্কার নিতে তারা প্রস্তুত, আমি ছাত্রছাত্রীদের সাথে সাথে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকার কঠোর পরিশ্রমকে স্বাগত জানাই।

 

বিশেষ অতিথি ফাতেমা কাউছার বলেন, আজকের এ সফলতা ছাত্রছাত্রীদের একার পক্ষে সম্ভব হয়নি। সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। তিনি শিক্ষার পাশাপাশি প্রতিনিয়তই ছাত্রছাত্রীদের শরীর চর্চা চালিয়ে যাওয়ার আহবান জানান।


বিশেষ অতিথি মো. শাহজাহান আলী বলেন, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৯ সালে রেজিষ্ট্রেশন লাভ করেন। শিক্ষক শিক্ষিকাদের কঠোর পরিশ্রমের ফলে স্কুলের ছাত্রছাত্রীদের ২০০৯ সাল থেকে আশানুরুপ ট্যালেন্টপুল ও সাধারন বৃত্তি পেয়ে আসছে। শিক্ষার পাশাপাশি বিনোদন প্রয়োজন বিধায় প্রতি বছরের ন্যায় এবার ও আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সফলভাবে আয়োজন করেছি।

প্রধান শিক্ষক সাইফুল বলেন, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল- এর শিক্ষক শিক্ষিকা মনে করেন যে, খেলাধুলা ও আনন্দ বিনোদন ছাত্রছাত্রীদের মেধা বিকাশের অন্যতম পন্থা, তাই প্রতি বছরের ন্যায় এবারও আমরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতার খেলাগুলো হলো- ১০০ মিটার দৌড়, চকলেট, দড়ি লাফ, ব্যাঙ লাফ, সুইয়ে সুতা ঢুকানো, হাঁড়ি ভাঙ্গা, বস্তা দৌড়, চামুচে মার্বেল দৌড়, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ উত্তর বাজার শাখার প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষিকা শামীমা আক্তার, শ্রীবানী রানী নাথ, জুনিয়র শিক্ষিকা শারমিন আক্তার, হালিমা আক্তার, তাহসিম আক্তার, সিমরান আক্তার, তাহসিন আফনাদ।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম- এর দক্ষ নেতৃত্ব, সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু পরিচালনায় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

 
Electronic Paper