ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাপ্তাহিক বন্ধেও খোলা থাকবে ঢাবির সেমিনার লাইব্রেরি

আরিফ জাওয়াদ, ঢাবি
🕐 ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

সাপ্তাহিক বন্ধেও খোলা থাকবে ঢাবির সেমিনার লাইব্রেরি

সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভাগ ও ইনস্টিটিউটসমূহের সেমিনার লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি মঙ্গলবার (৩০ জানুয়ারি) জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের ঘাটতি পূরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটসমূহের সেমিনার লাইব্রেরি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে সেমিনার লাইব্রেরি রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রতীকী সম্মানী প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে
সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
Electronic Paper