পাবিপ্রবিতে সাপের আতঙ্কে শিক্ষার্থীরা
নাজমুল ইসলাম, পাবিপ্রবি
🕐 ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০২২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সাম্প্রতিক সময়ে সাপের উপদ্রব বেড়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে সাপে না কাটলেও শিক্ষার্থীদের মাঝে এক ধরণের আতংক বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের নিচের বাগান থেকে শিক্ষার্থীরা বিষাক্ত গোখরা সাপ মারা হয়েছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছে, হলে এখনো অনেক বিষধর সাপ রয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারি প্রভোস্ট তরুণ দেবনাথ বলেন, আমরা সাপের উপদ্রব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি জানার পরপরই হলের নিচ তলার সব রুম চেক করে কার্বলিক এসিড দেওয়া হয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
