ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বিজ্ঞান

ফাতেমা বেগম
🕐 ১১:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

এককথায় উত্তর : বিজ্ঞান
১। কোন এসিড রোগ প্রতিরোধ করে?
উত্তর : এসকরবিক এসিড।
২। আমাদের জিহ্বার লালার পিএইচ কত?
উত্তর : ৬.৬।

৩। ফসফরাসের প্রধান কাজ কী?
উত্তর : হাড় ও দাঁত গঠন করা।
৪। পানির অভাবজনিত রোগ কোনটি?
উত্তর : এসিডোসিস।
৫। সুষম খাদ্যের পিরামিডে শীর্ষে অবস্থান কোন খাদ্যোপাদানটির?
উত্তর : স্নেহ।
৬। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগ হয়?
উত্তর : রক্তশূন্যতা।
৭। দেহে নিকোটিনিক এসিডের অভাবে কোন রোগ হয়? উত্তর : পেলেগ্রা।
৮। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার?
উত্তর : দুই প্রকার।
৯। প্রোটিন প্রাণীদেহের শুষ্ক ওজনের শতকরা পরিমাণ— উত্তর : ৫০%।
১০। আম দ্রুত না পাকার জন্য গাছে কী স্প্রে করা হয়?
উত্তর : কালটার হরমোন।
১১। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
উত্তর : ০ ডিগ্রি।
১২। বিশুদ্ধ পানির পিএইচ কত?
উত্তর : ৭।
১৩। ভূপৃষ্ঠের মোট পানির শতকরা কত ভাগ মিঠাপানি? উত্তর : ১%।
১৪। কোথাকার পানিকে মেরিন ওয়াটার বলা হয়? উত্তর : সমুদ্রের।
১৫। পানিতে কয়টি অক্সিজেন পরমাণু আছে?
উত্তর : ১টি।
১৬। লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন?
উত্তর : চ্যাপ্টা।
১৭। কোন ব্লাড গ্রুপে কোনো এন্টিজেন থাকে না? উত্তর : ‘ও’ ব্লাড গ্রুপে।
১৮। বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তর : বেকিং সোডা।
১৯। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় কী থাকা প্রয়োজন?
উত্তর : হাইড্রোক্লোরিক এসিড।
২০। মিথাইল অরেঞ্জ নির্দেশকের রং কোনটি?
উত্তর : কমলা।
২১। কাপড় কাচা সাবানের উপাদান কোনটি?
উত্তর : সোডিয়াম হাইড্রোক্সাইড।
২২। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কী নামে পরিচিত? উত্তর : হিউমাস।
২৩। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে?
উত্তর : সালোকসংশ্লেষণ।

ফাতেমা বেগম
প্রভাষক, বর্ণমালা আদর্শ
উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper