ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীর বরণ মাঝি
🕐 ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

১. সার্ক গঠিত হয় কত সালে?
(ক) ১৯৮৫ (খ) ১৯৮৬
(গ) ১৯৮৭ (ঘ) ১৯৮৮
২. সামরিক সরকার ‘রাজনৈতিক দলবিধি’ জারি করে কেন?
(ক) রাজনৈতিক অসন্তোষ হ্রাসের জন্য
(খ) জনসমর্থন আদায়ের জন্য
(গ) দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য
(ঘ) নতুন দল গঠনের জন্য
৩. ইনডেমনিটি আইনের প্রবর্তক ছিলেন কে?
(ক) জিয়াউর রহমান
(খ) এরশাদ (গ) খালেদা জিয়া
(ঘ) মোশারফ হোসেন

৪. কোন সামরিক শাসক দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন?
(ক) মোশতাক (খ) খালেদ মোশারফ
(গ) জিয়াউর রহমান (ঘ) এইচএম এরশাদ
৫. জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদ দখল করেন কখন?
(ক) ২১ এপ্রিল ১৯৭৭ (খ) ২৩ এপ্রিল ১৯৭৭
(গ) ২৫ এপ্রিল ১৯৭৭ (ঘ) ২৭ এপ্রিল ১৯৭৭
৬. চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কখন?
(ক) ১৫ আগস্ট ১৯৭৫
(খ) ১৬ আগস্ট ১৯৭৫
(গ) ১৭ আগস্ট ১৯৭৫
(ঘ) ১৮ আগস্ট ১৯৭৫
৭. জেনারেল এরশাদের প্রশাসনিক সংস্কার কোনটি?
(i) থানা প্রশাসনকে সংস্কার করে উপজেলা ব্যবস্থা প্রবর্তন
(ii) মহকুমাকে জেলায় রূপান্তর
(iii) বিচার ব্যবস্থার সংস্কার করা হয়
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৮. জিয়াউর রহমানের ক্ষমতার উৎস ছিল কোনটি?
(ক) জনগণ (খ) বিমানবাহিনী
(গ) নৌবাহিনী (ঘ) সেনাবাহিনী
৯. তাহেরের ফাঁসির পর কর্নেল ইউসুফ পদোন্নতি পেয়ে কী হন?
(ক) ব্রিগেডিয়ার (খ) মেজর
(গ) মেজর জেনারেল (ঘ) জেনারেল।
১০. মুক্তিযুদ্ধে অবদানস্বরূপ জিয়াউর রহমানের উপাধি ছিল কোনটি?
(ক) বীরশ্রেষ্ঠ (খ) বীরউত্তম
(গ) বীরবিক্রম (ঘ) বীরপ্রতীক
১১. খালেদ মোশারফ মুক্তিযুদ্ধের কোন ফোর্সের কমান্ডার ছিলেন?
(ক) কে ফোর্সের (খ) জেড ফোর্সের
(গ) এল ফোর্সের (ঘ) এম ফোর্সের
১২. মোশতাকের সামরিক সরকারের পতন হয় কখন?
(ক) ১ নভেম্বর ১৯৭৫
(খ) ২ নভেম্বর ১৯৭৫
(গ) ৩ নভেম্বর ১৯৭৫
(ঘ) ৪ নভেম্বর ১৯৭৫
১৩. কর্নেল তাহেরকে ফাঁসি দেন কে?
(ক) বিচারপতি সায়েম
(খ) খন্দকার মোশতাক
(গ) জিয়াউর রহমান (ঘ) এইচ এম এরশাদ

সুধীর বরণ মাঝি
শিক্ষক, হাইমচর সরকারি
মহাবিদ্যালয়, চাঁদপুর।

উত্তর : ১.ক, ২.ক, ৩.ক, ৪.ঘ, ৫.ক, ৬.খ, ৭.ঘ, ৮.ঘ, ৯.ক, ১০.খ, ১১.ক, ১২.গ, ১৩.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper