ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আন্তর্জাতিক বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ১০:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. সাহিত্যে নোবেল বিজয়ী একমাত্র মুসলমান-
ক. নাগীব মাহফুজ
খ. আহমেদ জিওয়াইন
গ. আনোয়ার সাদাত
ঘ. আবদুস সালাম

২. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নামÑ
ক. দামেস্ক চুক্তি
খ. আলজিয়ার্স চুক্তি
গ. কায়রো চুক্তি ঘ. বৈরুত চুক্তি

৩. নোবেল পুরস্কার প্রবর্তন শুরু হয় কবে?
ক. ১৯০১ সালে খ. ১৯০৩ সালে
গ. ১৯০৪ সালে ঘ. ১৯০৫ সালে

৪. টঘওউঙ- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. টোকিও খ. প্যারিস
গ. নিউইয়র্ক ঘ. ভিয়েনা

৫. এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে ESCAP সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
ক. APEC খ. OREC
গ. EABG ঘ. BCO

৬. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি-
ক. ইউরোপে
খ. উত্তর আমেরিকায়
গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
ঘ. মধ্য এশিয়ায়

৭. দহগ্রাম ছিটমহাল কোন জেলায় অবস্থিত?
ক. কুড়িগ্রাম খ. নীলফামারী
গ. ঠাকুরগাঁও ঘ. লালমনিরহাট

৮. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
ক. ২৪.৭ কিমি
খ. ২১.০ কিমি
গ. ১৯.৩ কিমি
ঘ. ১৬.৫ কিমি

৯. মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি?
ক. ভাইকিং খ. সয়ুজ
গ. অ্যাপোলো ঘ. ভয়েজার

১০. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
ক. আইনস্টাইন
খ. ওপেনহেমার
গ. অটোহ্যান
ঘ. রোজেনবার্গ

১১. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্তÑ
ক. জর্ডান খ. লেবানন
গ. ইরান ঘ. বাহরাইন

১২. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
ক. ১৯৬৫ সালে খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে

১৩. কোনটি ‘ওআইসি’-এর অঙ্গ সংস্থা নয়?
ক. আন্তর্জাতিক ইসলামী আদালত
খ. সাধারণ সচিবালয়
গ. ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
ঘ. ইসলামী উন্নয়ন ব্যাংক

১৪. তাসখ- চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
ক. ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
খ. ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
গ. ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
ঘ. ১৯৬৭ সালের ৩০ জানুয়ারি

১৫. ক্যাটালান কোন দেশের ভাষা?
ক. স্পেন খ. বেলজিয়াম
গ. নাইজেরিয়া ঘ. মঙ্গোলিয়া

১৬. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
ক. UNMOG
খ. UNGOMAP
গ. UNFICP
ঘ. UNIMOG

১৭. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
ক. ইয়েন খ. পেসো
গ. ইউয়ান ঘ. উয়ন

১৮. জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সব নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
ক. সুইজারল্যান্ড খ. পোল্যান্ড
গ. অস্টিয়া ঘ. ডেনমার্ক

১৯. ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
ক. ডালাস খ. লন্ডন
গ. নিউইয়র্ক ঘ. হংকং

২০. পক প্রণালী পৃথক করেছে-
ক. ভারত- শ্রীলঙ্কা
খ. ভারত মহাসাগর- আরব মহসাগর গ. এশিয়া- ইউরোপ
ঘ. মরমর সাগর- কৃষ্ণ সাগর

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper