প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক
🕐 ৬:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে ২৪ জানুয়ারি, ২০২৩ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকায় পথ শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আনিসুর রহমান, সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর উপদেষ্টা, স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক রফিকুল হক এবং ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন।
দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মকর্তা, ক্লাব সদস্য ও ছাত্র-ছাত্রীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্ৰহণ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
