বিজিএমইএ সভাপতির মায়ের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক
নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান কচির মাতা জাহানারা বেগমের (৮৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।
ডিএনসিসি মেয়র আজ বুধবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় মেয়র বলেন, 'তাঁর মৃত্যু পরিবার, নিকটাত্মীয় ও আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।'
উল্লেখ্য, বুধবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।