ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বুরো বাংলাদেশ পেল ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

বুরো বাংলাদেশ পেল ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

বুরো বাংলাদেশের ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল সাসটেইনেবল ফাইন্যান্স জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ জানুয়ারি) বিএসইসির ৮৫৩তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, বন্ডটির মেয়াদ হবে ২ বছর। বন্ডটি নন-কনভার্টেবল, আনসিকিউরড, পুরোপুরি অবসায়নযোগ্য এবং সাসটেইনেবল ফাইন্যান্স জিরো কুপন।

আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ৮ শতাংশ ডিসকাউন্ট রেটে ইস্যু করা হবে।

বন্ডটির ট্রাস্টি ও অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে। এছাড়া এই বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়েছে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ বুরো বাংলাদেশ পরিবেশগত, সামাজিক এবং প্রশাসনিক সুবিধাযুক্ত নতুন এবং চলমান প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ক্ষুদ্রঋণ/এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে ঋণ প্রদানের জন্য ব্যবহার করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা এবং প্রতি লটের অভিহিত মূল্য ৪০ লাখ টাকা।

 
Electronic Paper