ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অভিনেত্রী হলেও বইপোকা তিনি

অনলাইন ডেস্ক
🕐 ৮:১৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪

অভিনেত্রী হলেও বইপোকা তিনি

এই সময়ের কর্মব্যস্ত এক অভিনেত্রী, একটু সময় পেলেই ভার্চুয়াল নয় তার পছন্দ বই। তিনি এই সময়ের জনপ্রিয় নায়িকা প্রিয়া।

 

লিওয়াজা আক্তারের বই নিয়ে কথা হল অভিনেত্রী প্রিয়ার সাথে।

প্রিয়া বলেন, লিওয়াজার একটি কাব্যগ্রন্থ ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি আমার হাতে। বিরহ জাতীয় বই পড়তে ভালো লাগে। এছাড়াও তাঁর লেখা ছোট গল্প এবং উপন্যাস বইগুলোও আমার প্রিয়।

ব্যস্ততার মাঝেও বই পড়ার চেষ্টা করি। কারণ তাতে, মন খারাপ থাকলেও বই পড়ার পর মন ভালো হয়ে যায়। বেশ কিছুদিন আগে লিওয়াজার লেখা কবির কবিতায় কল্পনা কবি বইটি পড়েছেন তিনি।

অভিনেত্রী প্রিয়া আরও বলেন, বই মানুষের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় আলাদাভাবে সময় বের করে বই পড়া। তবে আমার প্রিয় লেখিকার বইগুলো আমি সবসময়ই পড়ার চেষ্টা করি।

 

তিনি বলেন, রোমান্টিক বইয়ের চেয়ে জীবনধর্মী বই আমাকে বেশি আকর্ষণ করে। এই লেখিকার লেখা তাঁর সর্বশেষ পঠিত বই, উপন্যাস নৈঃশব্দ্যের সংহার।

 
Electronic Paper