টংগী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন
সুজন সারোয়ার, টঙ্গী
🕐 ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ০২, ২০২৪
বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে মানববন্ধন করেছে টংগী সরকারি কলেজ ছাত্রলীগ।
আজ মঙ্গলবার সকালে টংগী সরকারি কলেজ সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কলেজগেট এলাকায় এ মানববন্ধনে নেতৃত্ব দেন টংগী সরকারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. সেলিম খান ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নির্দেশনায় বুয়েটকে মৌলবাদী গোষ্ঠির কালো ছায়া থেকে মুক্ত করে রাজনীতির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, টংগী সরকারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।