ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডিএফইউ’র বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক
🕐 ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ০২, ২০২৪

ডিএফইউ’র বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

আবাসন ব্যবসায়ীদের সংগঠন ডেভলপারস ফোরাম উত্তরার বার্ষিক বনভোজন ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২ মার্চ) উত্তরার একটি রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)-এর নব-নির্বাচিত ২৫ জন পরিচালককে সংবর্ধনা প্রদান করেন।

পিকনিক বাস্তবায়ন কমিটির আহবায়ক এ এফ এম ওবায়দুল্লাহ ও সদস্য সচিব মো. শাহ আলম খানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনে উপস্থিত ছিলেন, রিহ্যাবের নব-নির্বাচিত সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সহ সভাপতি এম এ আউয়াল সাবেক এমপি, লিয়াকত আলী ভূঁইয়া। ডেভলপারস ফোরামের প্রধান পৃষ্ঠপোষক শেখ সাদী, ডেভেলপার ফোরামের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান, কালচারাল সেক্রেটারি শরিফুল ইসলাম বাদল, নাজ কনস্টেশন লিমিটেড ম্যানেজিং পরিচালক মো. আশরাফুল ইসলাম সুমন, হামস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠানটিতে বিদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সাইদুল ইসলাম বাদল।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বনভোজন শেষ হয়।

এদিকে, আয়োজনটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করায় উপস্থিত অতিথি ও সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পিকনিক বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম খান। 

 
Electronic Paper