পদ্মার চরে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
মো. আকাশ মাহমুদ (পাংশা) রাজবাড়ী
🕐 ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩
রাজবাড়ীর পাংশা পদ্মার নদীর দুর্গম চর থেকে শনিবার দুপুরে মো. আব্দুল লতিফ মোল্লা ও আলিম শিকদার নামে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১টি দেশীয় বন্দুক, ১টি ওয়ান শুটার গান এবং ৪টি গুলি উদ্ধার করা হয়।
আটক লতিফ পাবনা সুজানগর উপজেলার চর তারাপুর ইউনিয়নের ভাদুরীয়াডাঙ্গী গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে এবং আলিম কালুখালী থানার রতনদিয়া ইউনিয়নের ভবানীপুর হঠাৎপাড়া এলাকার জলিল শিকদারের ছেলে।
পাংশা থান সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর খেয়া ঘাটের জনগনের সহায়তায় তাদের আটক করা হয়। আটক ২ সন্ত্রাসী চরাঞ্চলের কাশবন ব্যবসায়ী ও গরুর বাথান মালিকদের অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করতো।
সূত্র জানায়, আটক লতিফ একটি মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।