পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির বাঘাইড়
সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ)
🕐 ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুরে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। উপজেলার চালা ইউনিয়নের সাটি নাওদা এলাকার আইয়ূব আলীর জালে পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিক্রয়ের জন্য মাছটি ঝিটকা বাজারে নিয়ে আসেন তিনি। পরে মাছটি ১২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা।
জেলে আইয়ূব আলী বলেন, গতকাল রাতে পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে আমি অনেক খুশি। মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা।
মাছ কিনতে আসা শফিক হোসেন বলেন, দীর্ঘদিন পর ঝিটকা বাজারে আজ এতো বড় মাছ উঠেছে। সচারাচর এতো বড় মাছ বাজারে দেখা যায়না। মাছটির ওজন হয়েছে ২৫ কেজি।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, আমি শুনেছি ঝিটকা বাজারে ২৫ কেজির আইড় মাছের আরেক প্রজাতি বাঘা আইড় বিক্রি হয়েছে। আসলে পদ্মায় বোয়াল, কাতল, চিতল, আইড়সহ অনেক বড় মাছ ধরা পড়ে। কেননা মাছের প্রজননের একটা জায়গা হরিরামপুরের পদ্মা নদী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
