টঙ্গীতে ঔষধ কারখানার গুদামে আগুন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
.jpg)
গাজীপুরের টঙ্গীতে এসকেএফ নামক একটি ঔষধ কারখানার গুদামে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে টঙ্গীর স্কুইব রোডের গুদামে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এসকেএফ ঔষধ কারখানার গুদামের উত্তরপাশ এবং ন্যাশনাল পলিমার কারখানা দক্ষিণ বাউন্ডারি সংলগ্ন এলাকা থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। কারখানার নিজস্ব কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ব্যর্থ হলে পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
