মানিকগঞ্জে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার
সায়েম খান, হরিরামপুর
🕐 ২:৪৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৮০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ মে) মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুইটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৭ মে) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকার শামীম দেওয়ান, সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকার ইকবাল হোসেন ও মোঃ আলম।
এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
