গজারিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
গজারিয়া প্রতিনিধি
🕐 ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সকাল দশটার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় পরিচালিত এই অভিযানে মূল্য তালিকা না থাকায় একটি ফলের দোকানকে পাঁচ হাজার টাকা, একটি তরকারির দোকানকে পাঁচ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় একটি রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম, জেলা কৃষি বিপনন কর্মকর্তা এবিএম মিজানুল হক, গজারিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
