ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের মনোনয়ন বাতিল

সৈয়দ মোঃ শহিদুল ইসলাম
🕐 ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৪, ২০২৩

নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের মনোনয়ন বাতিল

সোনাইমুড়ী উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার রুহুল আমিনের দুই কুলই গেল। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।

রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্রে যথেষ্ট অসংগতি ও গড়মিল থাকায় খন্দকার রুহুল আমিনের মনোনয়নপত্র বাতিল করেন।

এবিষয়ে খতকার রুহুল আমিন খোলাকাগজ প্রতিনিধিকে জানান, দলের দুঃসময়ে আমি সোনাইমুড়ী উপজেলার নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলাম। আর এখন আমি দলের কেউ না, এরই নাম রাজনীতি। আমার মনোনয়নপত্র নিয়ে যা কিছু হয়েছে সব জেলা রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজসে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এবিষয়ে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে কল দিলে সংযোগ পাওয়া যাইনি।

 
Electronic Paper