দেবরের আগুনে ভাবীর মৃত্যু
নবীনগর প্রতিনিধি
🕐 ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দাররা গ্রামে কথা কাটাকাটির ঘটনায় লতিফা বেগম (৪২) নামে একগৃহ বধূর গায়ে গত রবিবার পেট্রোল ঢেলে আগুন দিয়েছিলো তারই আপন দেবর জালাল।
এ ঘটনায় তার শ্বাসনালীসহ শরীরের ৫৫ ভাগ পুড়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি করা হয়। আজ বুধবার দুপুরে চিকিৎসাধীন লতিফা বেগম মারা যান।
লতিফা বেগম নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের জিন্নাত আলীর ছেলে প্রবাসী জাকারিয়ার স্ত্রী ও একই উপজেলার কালঘড়া গ্রামের হেলাল সরকারের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, অগ্নিদগ্ধ লতিফা বেগম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এই সংবাদ আমরা পেয়েছি। এ ঘটনায় নিহতের ভাই নবীনগর থানায় মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জালাল একজন মাদকাসক্ত, ঘটনার পরপরই সে পালিয়ে গেছে। আসামী ধরতে আমাদের অভিযান চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
