চৌদ্দগ্রামে বাসের দরজা খুলে পড়ে চালকের সহযোগী নিহত
হুমায়ুন কবির রনি
🕐 ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাকের দরজা খুলে পড়ে চালকের সহযোগী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আমগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাকের দরজা খুলে পড়ে চালকের সহযোগী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আমগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাকিব হোসেন (১৮)। রাকিব চট্টগ্রামের খুলশী থানার সেগুন বাগান এলাকার আরমান হোসেনের ছেলে।
চৌদ্দগ্রাম-মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. কাউসার বলেন, চট্টগ্রামগামী একটি ট্রাকে পেছনে ধাক্কা দেয় রাকিবের ট্রাকটি। সেটির পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এসময় সজোরে ধাক্কায় দরজা খুলে ছিটকে পড়ে চালকের সহযোগী রাকিব। ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর চালক পালিয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
