ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্ক
🕐 ১০:১৯ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৪

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে ঢাকা, শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। 

রোববার (১২ মে) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) ঢাকার স্কোর ১৭৫। যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। শীর্ষে থাকা দিল্লির স্কোর ১৭৭।

এ ছাড়া ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার মেদান শহরের স্কোর ১৪২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। 

 
Electronic Paper