ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১১ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রচণ্ড গরমের সঙ্গে রাজধানীতে অস্বাস্থ্যকর বায়ু

অনলাইন ডেস্ক
🕐 ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

প্রচণ্ড গরমের সঙ্গে রাজধানীতে অস্বাস্থ্যকর বায়ু

আজ বুধবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম।

 

আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ১৫৪। বায়ুর এই মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

সকাল থেকেই রাজধানীতে কড়া রোদ সেই সঙ্গে প্রচণ্ড গরম। এর সঙ্গে যুক্ত হয়েছে অস্বাস্থ্যকর বায়ু। গতকাল বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল। তাতে তাপমাত্রা খানিকটা কমে আসে। কিন্তু আজ আবার গরম পড়েছে প্রচণ্ড।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ সকাল ১০টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে পাকিস্তানের করাচি।

আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৬৮। দ্বিতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু। শহরটির স্কোর ১৬৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে, ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে। ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

 
Electronic Paper