ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কারওয়ান বাজার স্থানান্তর প্রক্রিয়া শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

কারওয়ান বাজার স্থানান্তর প্রক্রিয়া শুরু

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মুতাকাব্বির আহমেদ।

তিনি জানান, অফিস শিফটিংয়ের মাধ্যমে শুরু হচ্ছে কারওয়ান বাজারের স্থানান্তর প্রক্রিয়া। এই অফিসটি সরানো হবে মোহাম্মদপুরে। ঈদের আগে অফিসের সবকিছু স্থানান্তর হলেও ভবনটি ভাঙ্গা হবে পরে। তিনি বলেন, ডিএসসিসি মেয়রের সঙ্গে ব্যাবসায়ীদের খোলামেলা কথা হয়েছে। একটি কমিটি করে দেয়া হয়েছিলো; সেই কমিটির সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই গত ১৫ দিন আগে সিদ্ধান্ত হয়েছে ঈদের পরে যে কোনো দিন বাজার স্থানান্তরের কাজ শুরু হবে।

তিনি আরো বলেন, ২০২৩ সালে বাজার স্থানান্তরের বিসয়ে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছিলো। এখানে কাউকে উচ্ছেদ করা হচ্ছে না। পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে। এছাড়া, বাজারে কোনো খুচরা ব্যবসায়ী বা বাজার থাকবে না- এমনটাও নিশ্চিত করেন তিনি।

ভবিষ্যতে এখানে ‘বিজনেস হাব’ তৈরি করা হবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। বর্তমানে কারওয়ান বাজারে ১৭৬টি স্থায়ী দোকান এবং ১৮০টি অস্থায়ী দোকান রয়েছে।

 
Electronic Paper