অনাবিল পরিবহনে আগুন, দগ্ধ যাত্রী
অনলাইন ডেস্ক
🕐 ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০২৩
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টা দিকে এ ঘটনা ঘটে। এতে একজন দগ্ধ হওয়াসহ দুই যাত্রী আহত হয়েছেন। দগ্ধ ওই যুবকের নাম হাসান (২৬)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, অনাবিল পরিবহনের বাসে আগুনের ঘটনা জেনেছি। নামার সময় একজন যাত্রী আহত হয়েছেন। আরেকজন আগুনে দগ্ধ হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরমধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।