ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১১ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সেই রাতের ঘটনা জানিয়ে বারডেমের নিরাপত্তা কর্মকর্তার চিঠি

অনলাইন ডেস্ক
🕐 ১১:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

সেই রাতের ঘটনা জানিয়ে বারডেমের নিরাপত্তা কর্মকর্তার চিঠি

ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধরের ঘটনার আগে বারডেম হাসপাতালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল।

 

মারামারির ঘটনা তুলে ধরে পরের দিন রোববার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন সেখানকার সিকিউরিটি সুপারভাইজার ওয়ারেছ আলী।

তিনি চিঠিতে লিখেন, শনিবার রাত ৮টার দিকে হাসপাতালে আসা একদল দর্শনার্থী ইটিটি (একধরনের শারীরিক পরীক্ষা) কক্ষের সামনে মারামারি করেন। হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে এসে তিনি এই মারামারি দেখতে পান। দুই পক্ষকে অনুরোধ করে তিনি মারামারি থামাতে সমর্থ হন।

চিঠিতে ওয়ারেছ আলী বলেন, মারামারিতে লিপ্তদের পরিচয় জানতে চাইলে, প্রথমে তারা পরিচয় জানাতে অস্বীকৃতি জানান। পরে অনুরোধ করলে তারা পরিচয় দেন। এতে জানা যায়, একজন রাষ্ট্রপতির এপিএস (একান্ত সহকারী সচিব আজিজুল হক) এবং অন্যজন হচ্ছেন পুলিশ কর্মকর্তা (বরখাস্ত হওয়া রমনা অঞ্চলের এডিসি হারুন অর রশিদ)। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করি। পরে রাত সাড়ে ৮টার দিকে রমনা ও শাহবাগ থানার পুলিশ এসে তাদের নিয়ে যায়।

 
Electronic Paper