উত্তরা বিডিআর বাজারে হামলা-লুট, আহত ৩
মাহফুজুল আলম খোকন
🕐 ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

রাজধানী উত্তরার অন্যতম কাঁচাবাজার (বিডিআর) বাজারে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । হামলায় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলীরাজ, ব্যবসায়ী দাদন ও মিজানুর রহমানসহ তিনজন আহত হয়েছেন।
বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকার খোলা কাগজকে বলেন, বাজারের সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠি ও লোহার রড নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তিনজনকে মারাত্বক জখম করে এবং সমিতির অফিসে থাকা একটি স্মার্ট টিভি, সিসিটিভি ক্যামেরার সেটসহ ব্যবসায়ীদের কয়েকটি কাপড়ের বস্তা লুট করে নিয়ে যায় । এসময় আহতদের ডাক-চিৎকারে অন্য ব্যবসায়ীরা ছুটে আসলে হামলাকারী দল পালানোর সময় এক জনকে আটক করে পুলিশে দেন ব্যবসায়ীরা।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেকের সাথে যোগাযোগ করতে বাজারে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম খোলা কাগজকে বলেন, আমরা একজনকে আটক করেছি। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
