ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তেজগাঁওয়ে আগুনে কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক
🕐 ১০:১২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

তেজগাঁওয়ে আগুনে কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা

রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুনে কয়েকশ ঘরে পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। দুই ঘণ্টার বেশি সময় হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়রা বলছেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে প্রায় ২ থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের মানুষজন বস্তিটিতে থাকেন। বস্তিটিতে প্রায় কয়েক হাজার ঘর রয়েছে। এর মধ্যে আগুন কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বস্তিটিতে আগুনের তীব্রতা অনেক। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, তবে আমরা চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে। কিন্তু ঘটনাস্থলে পানির স্বল্পতা রয়েছে। আগুনের তীব্রতা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হচ্ছে।

মো. মিজান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত ৮টা বাজার ১০ মিনিট আগে বস্তিটিতে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুন বস্তিতে ছড়িয়ে পড়েছে। কেউ মালামাল নিয়ে বের হয়ে আসতে পারেনি। সব ঘরের মধ্যে রয়ে গেছে। যেভাবে আগুন লেগেছে, তা দেখে মনে হচ্ছে ভেতরে কয়েকশ ঘর আগুন পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে আনোয়ার নামে বস্তিটির এক বাসিন্দা বলেন, ভেতরে সব পুইড়া শেষ হইয়া যাচ্ছে। কিছুই বাকি নাই, অনেক ঘর পুড়ে যাইব। সব ১-২ তলার টিনশেডের ঘর। ভেতর থেইকা কিছু লাইয়া বের হতে পারি নাই।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১২টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত তারা জানতে পারেননি। এছাড়া হতাহত বা ভিতরে কেউ আটকে আছে বলেও তাদের কাছে খবর আসেনি।

 

 
Electronic Paper