মগবাজারে ড্রাম বিস্ফোরণে দুই পথচারী আহত
অনলাইন ডেস্ক
🕐 ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের সামনে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় দুজন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ। তিনি কালের কণ্ঠকে বলেন, মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় দুজন পথচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের সঠিক তথ্য এখনো জানা যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষার পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ যাচাই চলছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
পুলিশ জানায়, বিস্ফোরণে দুজন আহত হলেও অন্য কোনো ক্ষতি হয়নি। বতমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
