ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উত্তরা পশ্চিম থানা ভবনের জমি বরাদ্দের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

উত্তরা পশ্চিম থানা ভবনের জমি বরাদ্দের দাবিতে মানববন্ধন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য উত্তরা ১৩ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোডের ৩১, ৩৩ ও ৩৫ নং প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উত্তরা চৌরাস্তা সোনারগাঁ জনপথ জমজম টাওয়ারের পশ্চিম পাশে এই কর্মসূচির আয়োজন করে উত্তরা ওয়েলফেয়ার সোসাইটি।

তাদের আন্দোলনের দাবিগুলো হচ্ছে

উত্তরা পশ্চিম থানা ভবন নির্মাণের জন্য সেক্টর-১৩ সোনারগাঁও জনপথ রোডের ৩১,৩৩,ও ৩৫ নং প্লট বরাদ্দ দেয়া।

প্লট বরাদ্দের জন্য নির্ধারিত ২৫ অক্টোবর নিলাম কার্যক্রম বাতিল করতে হবে। আবাসিক এলাকায় কোনো থানা ভবন থাকতে পারবে না। থানা নির্ধারিত স্থানে দ্রুত স্থানান্তর করতে হবে।

মেট্রোরেল কার্যক্রম চালু হলে উত্তরা এলাকায় বহু সংখ্যাক মানুষের সমাগম হবে। মেট্রোরেল চালুর পূর্বেই উত্তরা পশ্চিম থানার নামে জায়গা বরাদ্দ দিয়ে থানা দ্রুত স্থানন্তর করতে হবে।

উত্তরা পশ্চিম থানার নামে জমি বরাদ্দ কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান এলাকাবাসী।

 

 
Electronic Paper