শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
তিস্তা সেচ প্রকল্পে সুবিধা পাচ্ছেন এক লাখ কৃষক
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ২:৪৪ পিএম আপডেট: ০৬.০৩.২০২৫ ২:৪৯ পিএম
ছবি : ক্যানেলের মাধ্যমে তিস্তা সেচ প্রকল্পের পানি সরবরাহ করা হচ্ছে কৃষি জমিতে আর এতে উপকার পাচ্ছেন কৃষকরা।

ছবি : ক্যানেলের মাধ্যমে তিস্তা সেচ প্রকল্পের পানি সরবরাহ করা হচ্ছে কৃষি জমিতে আর এতে উপকার পাচ্ছেন কৃষকরা।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা নদীর ওপর অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। ১৯৯০ সালে ব্যারেজটি উদ্বোধন করা হয় আর সেচ প্রকল্প চালু হয় ১৯৯২ সালে। তিস্তা সেচ প্রকল্প এলাকায় ৭৮জন গেটকিপার রয়েছেন। তারা জমিতে পানি সরবরাহ করতে কৃষকদের সহযোগিতা করেন। এ প্রকল্প থেকে এক একর জমিতে সারাবছর সেচের পানির জন্য কৃষককে দিতে হয় মাত্র ৪৮৯ টাকা।

লালমনিরহাট জেলার কৃষক এই প্রকল্পে সেচ সুবিধা থেকে বঞ্চিত হলেও ৭৫০ কিলোমিটার খালের মাধ্যমে উত্তরাঞ্চলের ছয় জেলা রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট ও বগুড়ায় স্বল্প খরচে সেচের পানি সরবরা করা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প থেকে। এসব জেলার এক লাখ কৃষক এ সুবিধা ভোগ করছেন। এ বছর উক্ত সেচ প্রকল্পের আওতায় ৫৫ হাজার হেক্টর জমিতে বোরো লাগানো হয়েছে। তিস্তা নদীর পানি দিয়ে ফসল ফলালে ফলন বেশি হয় এবং উৎপাদন খরচ হয় কম।

ডিমলা উপজেলর ডিমলা গ্রামের কৃষক রশিদুল ইসলাম (৬৫) বলেন, গেল ৩০ বছর ধরে তিনি এক একর জমিতে তিস্তা সেচ প্রকল্পের পানি দিয়ে ফসল ফলাচ্ছেন। তিস্তা নদীর পানিতে জমিত ফসল ফলাতে উৎপাদন খরচ কম হয়। কারন জমিতে তেমন সার ও কীটনাশক লাগে না। এছাড়া স্বল্প মুল্যে সেচের পানির সরবরাহ পাওয়া যায়। ’শিশুর জন্য মায়ের দুধ যেমন পুষ্টিকর তেমনি নদীর পানি মাটি ও ফসলের জন্য পুষ্টিকর। কারন নদীর পানিতে পলি থাকে,।’

একই গ্রামের আব্দুর রহিম (৭০) বলেন, তিস্তা সেচ প্রকল্পটি চালুর আগে তাদের এলাকায় জমিতে তেমন ফসল উৎপাদন হতো না। সেচের পানির প্রকট অভাব ছিলো। এখন তারা তিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহার করে বাম্পার ফসল উৎপাদন করছেন। এ পানি দিয়ে ফসল উৎপাদন করতে প্রায় ৩০ শতাংশ উৎপাদন খরচ কম লাগে আর ফসল উৎপাদন বেশি হয় ২০ শতাংশ। এ প্রকল্পের এলাকা বৃদ্ধি করা হলে আরো অনেক কৃষক উপকৃত হতেন।

ডিমলা গ্রামে তিস্তা সেজ প্রকল্পের গেটকিপার আব্দুস সামাদ বলেন, তিস্তা সেচ প্রকল্প এলাকার জমিতে সবসময় পানি থাকার কারনে ফসলের ফলন বেশি হয়। ’আমরা সবসময় কৃষকদের জমিতে সেচের পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি,।’

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায় রায় বলেন, ৭৫০ কিলোমিটার খালের মধ্যে প্রায় অর্ধেক খালে ময়লা ও মাটি ভরাট হয়েছে। এসব খাল খনন করা হচ্ছে। আগামী বছর এক লাখ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করার প্রস্তুতি রয়েছে। এতে দুই লাখ কৃষক স্বল্প খরচে সেচের পানির সুবিধা পাবেন। এবছর সেচের পানি সরবরাহ হচ্ছে ৫৫ হাজার হেক্টর জমিতে। গেল বছর জমির পরিমান ছিলো ৪৪ হাজার হেক্টর। নদীর পানিতে আবাদ করায় প্রতি হেক্টর জমিতে প্রায় এক টন ফসল বেশি উৎপন্ন হয়। কৃষকরা সারাবছরই প্রয়োজন অনুসারে সেচের পানি সরবরাহ পাচ্ছেন। তিস্তা সেচ প্রকল্প ছয় জেলার কৃষকের জন্য আর্শীবাদ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, এ বছর শুস্ক মৌসুমে তিস্তা ব্যারেজে প্রতিদিন গড়ে ২ হাজার ৮০০ কিউসেক পানি পাওয়া যাচ্ছে। এ পানি সেচ প্রকল্পের জলাধারে রেখে খালের মাধ্যমে কৃষি জমিতে সেচ সরবরাহ করা হচ্ছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close