আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ০৯ মিনিট আখেরি মোনাজাত শুরু হয়ে চলে দীর্ঘ ১৮ মিনিট।
আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের হোসেন।
মোনাজাত শুরু হওয়ার পর পুরো ইজতেমা ময়দান নেমে আসে পিন-পতন নীরবতা। লাখো মানুষের মুখে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ নদের তীর।৷ মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়।
বুধবার ফজরের পর থেকে শুরু হয়েছে বিভিন্ন বয়ান ও নসিহত। সকাল ৯:৩০ মিনিট থেকে হেদায়েতি বয়ান করেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান সাহেব।
তার বক্তব্য বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন সাহেব। ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ দিক ও মুসলমানদের ইহকালীন ও পরকালীন সফলতার বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন বয়ানকারী।
এরপর গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য প্রদান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা সাহেব। তার বক্তব্যের বাংলা অনুবাদ করবেন মাওলানা জুবায়ের সাহেব।
প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আজ বুধবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।
এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব ইজতেমা শুরু হবে। যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
কেকে/এএস