নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৪ এএম

ছবি: প্রতিনিধি
ভোগাই নদীর উপর নির্মিত নাকুঁগাও ব্রীজ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চারআলী নাকুঁগাও ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কালাকুমা গ্রামের মমতাজ আলী (৫০) কে ১ বছর একই গ্রামের হামিদুল ইসলাম (২৩) কে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রাতেই দন্ডিতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।
এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি ড্রেজার মেশিন, ১৬টি টাওয়ার বা স্থাপনা এবং অসংখ্য পাইপ অপসারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এআর