শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
দেশজুড়ে
কুমিল্লায় চোর ধরতে গিয়ে কনস্টেবলের মৃত্যু
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:৫৩ এএম আপডেট: ২৯.০১.২০২৫ ১:১৬ এএম
নিহত পুলিশ সদস্য মাইনুদ্দিন ভূঁইয়া।  ছবি: প্রতিনিধি

নিহত পুলিশ সদস্য মাইনুদ্দিন ভূঁইয়া। ছবি: প্রতিনিধি

কুমিল্লায় চোরকে ধাওয়া করতে গিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত পুলিশ সদস্য নাম মাইনুদ্দিন ভূঁইয়া(৫৯)। তিনি দেবিদ্বার থানা কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইটুলি গ্রামে। সে ওই গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত্যু সাইদুর রহমান ছন্দু ভূঁইয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার পুলিশ পরির্দক মো. শাহিনুল ইসলাম বলেন, মাইনুদ্দিনের পুলিশে চাকরির আর মাত্র ৬ মাস সময় ছিল। এরপরই তিনি অবসরে যেতেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা বলেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর দক্ষিণপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদের দুইটি ফ্যান চুরি করায় এক চোরকে আটক করে গণধোলাই দেয় স্থানীরা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের একটি দল ওই ঘটনাস্থলে যায়। গণধোলাইয়ের শিকার ওই চোরকে আটক করে থানায় নিয়ে আসার পথে গণধোলাইয়ের ওই চোর অসুস্থ হয়ে পড়লে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে চিকিৎসা শেষে চোরকে থানায় নিতে সিএনজিতে ওঠানোর সময় দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে সে। এসময়ে চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত কনস্টেবল মাইনুদ্দিনের গ্রামের বাড়ির রাসেল আহামেদ বলেন, মাইনুদ্দিনের চাকুরী আর বেশিদিন ছিলো৷ বাড়িতে দুই ছেলে, দুই মেয়ের ও স্ত্রী রয়েছে। মৃত্যুর খবর শুনে তার স্ত্রী সন্তান ও আত্মীয়-স্বজনদের মধ্যে  শোকের মতন চলছে। 

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান জানান, গণধোলাইয়ের শিকার এক চোরকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা আনা হয়। ওই চোরকে চিকিৎসা দেওয়া শেষে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠতে গেলে চোর পালিয়ে যায়। এসময়ে চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস জানান, উপজেলার বারেরা গ্রামে গণধোলায় শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সাথে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এই ঘটনা ঘটে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   কনস্টেবলের মৃত্যু  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close