সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
কালাইয়ের হিমাগারে ডাকাতি
মো. মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:১৭ পিএম আপডেট: ০৮.০১.২০২৫ ৬:২০ পিএম

জয়পুরহাটের কালাই পৌরশহরের শিমুলতলী এলাকায় অবস্থিত আরবি স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেডে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে একদল ডাকাত হিমাগারে প্রবেশ করে নগদ সাড়ে ৬ লাখ টাকা, ১টি মোটরসাইকেল ও বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় নৈশপ্রহরি রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। একের পর এক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা।

আরবি হিমাগারে সরেজমিনে গিয়ে মেশিন অপারেটর জহুরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাত দল পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হিমাগারে প্রবেশ করে। ডাকাতরা হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম, সহকারী অপারেটর জুয়েল রানা, সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম ও লুৎফর রহমান এবং ফোরম্যান শাহজাহানসহ ৭ জনকে মারধর করে হাত-পা বেঁধে ফোরম্যানের শোয়ার ঘরে আটক করে রাখে।

ডাকাতরা প্রথমে হিমাগারের পেছন গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। পরে অফিস কক্ষে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৬ লাখ টাকা এবং কম্পিউটার লুট করে। এরপর মেশিন কক্ষে গিয়ে তারা ৫০০ কেভির ট্রান্সফরমারের তামার তার, ১৭০ কেভির ৫টি কমপ্রেসার ট্রান্সফরমার, ৮টি ব্লোয়ার এবং নিটকুলার মোটরসহ হিমাগারের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

নৈশপ্রহরি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে মেশিন ঘরের দিকে যাওয়ার সময় ডাকাতরা আমার সামনে আসে। চিৎকার করলে তারা মাথায় আঘাত করে এবং আমাদের সবাইকে বেঁধে ফোরম্যানের ঘরে আটকে রাখে। আহত অবস্থায় রফিকুল ইসলামকে বুধবার সকালে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হিমাগারের মালিক প্রদীপ কুমার প্রসাদ জানান, ডাকাতরা রাত সাড়ে ১২টার দিকে প্রবেশ করে ভোর ৫টা পর্যন্ত ডাকাতি চালায়। এতে নগদ সাড়ে ৬ লাখ টাকা এবং প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। এছাড়া ডাকাতদের হামলায় আমাদের এক সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছেন। এই ডাকাতির ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় একাধিক পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হিমাগার কর্তৃপক্ষ এখনও অভিযোগ করেনি, তবে অভিযোগ করার কথা জানিয়েছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close