বাংলাদেশি কৃষককে পিঠিয়ে হত্যা করল বিএসএফ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৭:৩৩ পিএম

ফাইল ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশী কৃষক জহুর আলী (৬০) পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বাল্লা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত জহুর আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুর উল্লার ছেলে।
নিহতের পরিবার জানান, শনিবার (৪ জানুয়ারি) ওই সীমান্তের অভ্যন্তরে ধান খেতে কাজ করতে যান জহুর আলী। প্রতিদিনের মতো তিনি আর বাড়ি ফিরেননি। পরে মঙ্গলবার বিকালে তারা জানতে পারেন চোরাকারবারী সন্দেহে বিএসএফ জহুর আলীকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। তার লাশ ভারতের খোয়াই থানার মর্গে রাখা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাল্লা কোম্পানি কমান্ডার বলেন, নিহতের মরদেহ এলে ময়নাতদন্তরে পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
কেকে/এএম