বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
দেশজুড়ে
বিজয় দিবসে আনোয়ারা সাংবাদিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার তরুণ সাংবাদিকদের  সংগঠন  আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) আয়োজিত ভূলুণ্ঠিত অধিকার প্রতিষ্ঠা ও জনগণের আকাঙ্খা বাস্তবায়নে "উত্তরণের পথে বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর)  সন্ধ্যা ৭টায় কালাবিবির দিঘির মোড়ে অবস্থিত অভিজাত কমিউনিটি সেন্টার দোহা কনভেনশন হলে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়ের সঞ্চলনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সদস্য দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক  মিজানুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইউছুফ উদ্দীন খালেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা তবে এই পেশার গুরুত্ব অনুধাবন আমরা করতে ব্যর্থ হচ্ছি। গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে রাজনীতির নামে গণতন্ত্রকে ধ্বংস করেছে দেশের সম্পদ লুটপাট করেছে তারা সেভাবে সাংবাদিকতাকে ধ্বংস করতে লেজুড়বৃত্তিক সাংবাদিকতা তৈরি করেছে। প্রকৃত কলম সৈনিকদের বুঝতে হবে ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে  সাংবাদিকতা করতে হবে। সে জন্য কোনোকালে সাংবাদিকতা দালালি নয়, নোংরামি নয়, অসহায়কে জিম্মি নয়। মানুষের অধিকারের ভূলুণ্ঠিত  জায়গায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আনোয়ারাকে যারা উন্নয়নের কথা বলে গত ১৫ বছর শোষণ করে লুটরাজ করেছিল তাদের বিরুদ্ধে আনোয়ারার কর্মরত সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। যেন এই আনোয়ারার জনপদে আর কোন দানব অর্থপাচারকারী সৃষ্টি না হয়।

প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইউছুফ উদ্দীন খালেদ চৌধুরী বলেন, বিজয়ের ৫৩ বছর পরে  এসে আজকের দিনে কেমন বাংলাদেশ পেয়েছি তার জন্য আমাদের তরুণদের হতাশ হতে হচ্ছে। কেন হতে হচ্ছে তা ২৪ বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে। আজকে আনোয়ারার শিক্ষার মান দেখলে আমরা হতাশ হচ্ছি। কর্মসংস্থান বিষয়টা দেখলে আমরা হতাশ হচ্ছি। কেন এটা হচ্ছে তার উত্তরণের পথ আমাদের আজ বের করতে হবে। যুব সমাজকে আজকের এই দিনে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ৭১ বিজয় আর ২৪-এর বিপ্লব আমাদের নতুন প্রত্যাশার ভোর দেখাবে বলে আমি মনে করি। যুব সমাজ যেভাবে দেশ ও জাতির জন্য বুক দিয়ে লড়াই করতে পারে আশাকরি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলেও প্রত্যাশা রাখি। যেটার আকাঙ্খায় গত ৫৩ বছর আমরা আজকের এই বাংলাদেশ স্বপ্ন দেখে আসছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী কুসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক জোবায়ের আলম মানিক, প্রবাসী সাংবাদিক মুনির চৌধুরী, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম, পেশাজীবি নেতা আব্দুস সবুর, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক কমরুদ্দীন, আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেশ রুপান্তর প্রতিনিধি জাহেদুল হক, জামায়াত নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে আনোয়ারা উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মীরা গান পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

এর আগে সকাল আটটায় আনোয়ারা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শহিদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
আগামীকাল জমা হবে জকসু নীতিমালা, আগামী সপ্তাহে বিশেষ সিন্ডিকেট
ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব

সর্বাধিক পঠিত

গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close