শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা      কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত      ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ      ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      
দেশজুড়ে
মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, গ্রেফতার ৩
জোবায়ের হোসেন, ফেনী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীতে দাবীকৃত ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে আহনাফ আল মাঈন নাশিত (১০) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা।

এ ঘটনায় নিহতের বাবা মাঈন উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় ৮ ডিসেম্বর রাতে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- আশরাফ হোসেন তুষার (২০), মোহাম্মদ মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাত (২০)।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামরা স্কুলের ৩য় শ্রেণির ছাত্র।
 
আজ বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আহনাফ নাশিত গত ৮ ডিসেম্বর সহপাঠীদের সাথে ফেনী শহরের একাডেমি আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে সে আর বাসায় ফিরে আসেনি।

পুলিশ জানায়, নিহত নাশিতের বড় ভাই নিশাতের বন্ধু তুষার ফুঁসলিয়ে সিএনজি চালিত অটোরিকশায় অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে রাত বারোটার দিকে অজ্ঞাত নাম্বার থেকে ভিকটিমের পিতা মাঈন উদ্দিনের কাছে মুক্তিপণ দাবি করে।

এদিকে নিখোঁজের পর থেকে নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগের কাছে একটি নাম্বার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মাঈন উদ্দিন এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে  আসামী করে ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

এ ঘটনায় পুলিশ আসামি আশরাফ হোসেন তুষারকে আটক করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ থেকে নাশিতের লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকতারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় নিখোঁজ আহনাফ নাশিতের বাবা মাইন উদ্দিন সোহাগ লাশটি তার ছেলের বলে শনাক্ত করেন।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  ফেনী   শিশু অপহরণ   হত্যা   গ্রেফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছেই: গয়েশ্বর চন্দ্র রায়
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
অ্যাডভেঞ্চার ও প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিচ্ছে লাসুবন গিরিখাত
তিন চমকে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং নেতা কালাচান গ্রেফতার

সর্বাধিক পঠিত

কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার
ফের পিএস বিতর্কে আসিফ
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close