ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন ১ হাজার ৪৪৮ জন। ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি। আজ রোববার ও আগামীকাল সোমবার এ সাক্ষাৎকার চলবে।
রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
ডা. তাসনিম জারা সংবাদ সম্মেলনে বলেন, “মনোনয়ন প্রত্যাশীদের আজ এবং কাল এখানে (আবু সাঈদ কনভেনশন হল) সাক্ষাৎকার চলবে। এরপর আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।”
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “চব্বিশের স্পিরিট ধরে রাখতে, গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাবো।”
কেকে/ আরআই