রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ছয়টা ছয় মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।
ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক সাত। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ‘ঢাকা থেকে আট কিলোমিটার উত্তর উত্তর পূর্বে।’
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।
তারও আগে, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
কেকে/এমএ