বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী ফজলুর রহমান বলেছেন, ‘এটাই আমার জীবনের শেষ নির্বাচন। ৩০ বছর আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছি। ভাটি এলাকার প্রতিটি চাঁন কপালি ঢেউ আমি চিনি, ভাটি এলাকার প্রত্যেকটা গ্রামের মায়ের কান্না আমি জানি, ভাটি এলাকার শিশুর কান্না আমি শুনি, ভাটি এলাকার গরীব মানুষের পেটের ভাত, পরনের কাপড় সব খবর আমি জানি।’
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
কর্মীসভায় তিনি আরও বলেন, ‘সবকিছু থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা ভোট কি শেষ জীবনে আপনারা আমাকে দিবেন না, মানুষকে বলবেন না।’
রায়টুটী ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
কেকে/লআ