বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কুমিল্লা ও নোয়াখালী শাখা কার্যনির্বাহী পরিষদের সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিতরণ কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলীর সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ, বিশেষ অতিথি বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব শাহেদুল আজিম (সজল) এবং সভাপতিত্ব করেন নোয়াখালী শাখার চেয়ারম্যান শেখ ফিরোজ কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা শাখার চেয়ারম্যান প্রকৌশলী মো. ছানা উল্লাহ। পদোন্নতি প্রক্রিয়ার ধীরগতি এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি। বিদ্যুৎ ও পানি সেক্টরে প্রকৌশলীদের নেতৃত্ব ও অবদান দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিধায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ড কে ক্যাডার অন্তর্ভুক্ত করা অপরিহার্য বলে বক্তারা মনে করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির বিকাশ দেশের সমৃদ্ধি নিশ্চিত করার সংকল্প নিয়ে প্রকৌশলীরা একতাবদ্ধ হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও সফলতার সাথে করে যাবে ।
সভায় পানি ও বিদ্যুৎ খাতের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন ।
কেকে/এজে