বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
রাজনীতি
ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খানের মনোনয়নে উচ্ছ্বসিত জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম
ইয়াসের খান চৌধুরী

ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন ইয়াসের খান চৌধুরী। জনস্পৃক্ততাহীন লন্ডন প্রবাসী এই বিএনপি নেতা মনোনয়ন পাওয়ায় একদিকে উৎফুল্ল ভোটের মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থকরা। অন্যদিকে ক্ষোভে ফুসছেন ত্যাগী ও নির্যাতিত সাধারণ বিএনপি নেতাকর্মীরা। মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন মনোনয়ন বঞ্চিত অন্য নেতাদের অনুসারীরা।

নান্দাইল বিএনপির একাধিক নেতা জানান, ইয়াসের খান দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছিলেন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের পুরো সময় তিনি লন্ডনে ছিলেন। ২০২৪ সালে হাসিনাবিরোধী আন্দোলনে চিকিৎসার কথা বলে থাইল্যান্ডে অবস্থান করেন। 

তখন এলাকায় নেতাকর্মীদের বলতেন—তিনি ঢাকায় অবস্থান করছেন। এদিকে চলতি বছরের শুরুতে অদৃশ্য শক্তির জোরে লন্ডনে বসেই উপজেলা বিএনপির আহ্বায়ক হন। নান্দাইল বিএনপির দায়িত্ব পাওয়ার পর সাধারণ নেতাকর্মীদের প্রতিবাদের মুখে এলাকায় ঢুকতে পারেননি। পুলিশ পাহারায় নিজ বাড়িতে নতুন কমিটির সংবর্ধনার আয়োজন করেও ব্যর্থ হন। বিএনপির নেতাদের বিক্ষোভে মুখে এলাকা ছেড়ে ঢাকা চলে যান। দলীয় বড় কোনো কর্মসূচি ছাড়া এলাকায় যান না। ঢাকায় অবস্থান করেন। এদিকে ৪ নভেম্বর দলীয় মনোনয়ন পাওয়ার সাতদিন পর তিনি এলাকায় যান। মনোনয়ন বঞ্চিত অন্য নেতাদের অনুসারীদের প্রতিবাদের মুখে এলাকায় যেতে সাহস পাননি। জনসম্পৃক্তাহীন এই নেতার মনোনয়ন পাওয়ায় এলাকাবাসী হতবাক। 

তারা বলছেন, দীর্ঘদিন লন্ডনে বসবাস করায় সাধারণ মানুষের সঙ্গে ইয়াসের খানের তেমন যোগাযোগ নেই। তৃণমূলের নেতাকর্মীরা তাকে সেভাবে চেনেন না। এলাকায় তেমন অবস্থান নেই। উল্টো দায়িত্ব পেয়ে বিভিন্ন ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পদ দিয়ে পুনর্বাসন করেছেন। সেকারণে ভোটের মাঠে অনেকটা নির্ভার জামায়াত প্রার্থী। কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসনে দীর্ঘদিন প্রচারণা চালিয়ে ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। তাই জামায়াতের প্রার্থীকে মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা থাকা নেতাকে ধানের শীষ নিয়ে লড়তে হবে। না হলে আসন জামায়াতের প্রার্থীর কাছে হাতছাড়া হতে হবে।

একদিকে নান্দাইল আসনের মনোনয়ন চেয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন ছয় জন নেতা। এরমধ্যে টানা ১৬ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে  নান্দাইলে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুন বিন আবদুল মান্নান। করোনাকালে প্রায় ৩০ হাজার পরিবারকে সহায়তা দেন তিনি। হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে জেল-জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে দাড়ান। 

তিনি নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটি বাজার ও গ্রামে গণসংযোগ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রচারণা চালিয়ে আসছিলেন। এছাড়া তিনি ১০৫১ মসজিদের ইমাম, ১৭৭টি প্রাইমারি স্কুল, ৪৪টি হাইস্কুল, ৩৩টি মাদরাসা, ও ৬ কলেজপর শিক্ষক-শিক্ষার্থীদের ছাতা বিতরণ করে ব্যাপক সাড়া ফেলেন। তাই জনসম্পৃক্ত এই নেতাকে মনোনয়ন দেয়ার দাবি জোরালো হচ্ছে দিন দিন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর ১৯৭৩, ’৮৬, ’৯৬, ২০০৮ ও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে এ আসনে আওয়ামী লীগ, ’৭৮, ’৯১ ও ২০০১ সালে বিএনপি এবং ’৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন।

২০১৮ সালে মনোনয়ন চেয়েছিলেন সাবেক এমপি খুররম খান চৌধুরী, ইয়াসের খান চৌধুরী, ও মামুন বিন আবদুল মান্নান। তখন মনোনয়ন পেয়েছিলেন খুররম খান। এবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মনোনয়ন পেতে মাঠে সক্রিয় ছিলেন ছয়জন। প্রত্যেকেই নিজ নিজ অনুসারীদের নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তারা হলেন- ময়মনসিংহ উত্তর জেলার সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, উত্তর জেলা সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মামুন বিন আব্দুল মান্নান, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামসুল ইসলাম শামস সূর্য, উত্তর জেলা ও নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য নাসের খান চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী এরশাদুল করিম আরমান।

এদিকে ইয়াসের খান মনোনয়ন পাওয়ার পর থেকে মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।  মনোনয়ন বঞ্চিত চারজন একত্রিত হয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে গত ১২ই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন। সোমবারও নান্দাইল উপজেলা সদরে  বিক্ষোভ ও মিছিল ও মানববন্ধন করেছেন তারা। এতে শত শত দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।  এসময় তারা বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থী ইসের খান চৌধুরীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে  বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করেন। তারা বলেন, আমরা চাই দলের দুঃসময়ে যারা পাশে ছিলো যারা বিএপির হাল ধরেছিলো দুর্দিনে, তাদের যে কেউ আসুক আমরা ধানের শীষ বিজয়ী করবো। অন্যথায় আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত  শান্তিপ্রিয়ভাবে আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। 

তারা আরও বলেন, ক্লিন ইমেজ ও সর্বমহলে গ্রহণযোগ্য মামুন বিন আবদুল মান্নানকে মনোনয়ন দিলে সকল নেতাকর্মী  নিয়ে একত্রে মিলে-মিশে কাজ করতে পারবে। যাকে নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না।

এ বিষয়ে জানতে মনোনয়ন পাওয়া ইয়াসের খানকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জকসু নির্বাচনে কমিশনের পক্ষপাতের অভিযোগ শিবির–সমর্থিত প্যানেলের
ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close