গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ওসিএন্ডএসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া; কমান্ড্যান্ট বিওএফ ও কমান্ড্যান্ট ওসিএন্ডএস।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
তিনি বলেন, ‘অর্ডন্যান্স কোর সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য বহন করে চলেছে এবং দেশমাতৃকার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’
ওয়াকার-উজ-জামান নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্বের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে কোরের কার্যক্ষমতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
মতবিনিময় পর্বে সেনাবাহিনী প্রধান অর্ডন্যান্স কোরের প্রযুক্তিগত উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কোরের সার্বিক সক্ষমতা উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
কেকে/এমএ